সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ করছে বিএনপি।
শনিবার দুপুর ২টায় মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তে বাড়তে শনিবার সকাল নয়াপল্টন পরিণত হয় লোকে লোকারণ্যে।
এদিকে, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে গান পরিবেশন করছে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস।
এদিকে, কেরানীগঞ্জ, টেকনাফ, ঢাকার সাভার, দোহার, কুমিল্লার লাকসাম, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ-সংগঠনসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা দলে দলে খণ্ড খণ্ড মিছিলে মহাসমাবেশে যোগ দিচ্ছেন।
দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে আনুষ্ঠানিকভাবে মহসমাবেশ শুরু হবে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত