আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রয় করা হয়। আগামীকাল সোমবার থেকে এই মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদ আহমেদের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ্য করা হয়েছে আগামীকাল সোমবার ২০ নভেম্বর সকাল থেকে আগামী ২৬ নভেম্বর রবিবার বিকেল পর্যন্ত মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহম করা যাবে।
বিডি প্রতিদিন/হিমেল