দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের কার্যালয়ে দ্বিতীয় দিনের এ কার্যক্রম শুরু হয়।
মনোনয়ন ফরম উত্তোলন ও জমা উপলক্ষে গত সোমবারের (২০ নভেম্বর) মতো এদিনও বনানীতে জাপা চেয়ারম্যান কার্যালয়ে উৎসবের আমেজ ও নেতা-কর্মীদের ভিড় চোখে পড়ে।জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম জানান, প্রথম দিন প্রায় এক কোটি ৬৭ লাখ টাকা মূল্যের ৫৫৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন