হায়দার মোহাম্মদ জিতুকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি যতদিন এই পদ অলঙ্কৃত করবেন বা তাকে এই পদে রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। তাকে সরকারের ৯ম গ্রেডে এই নিয়োগ দেয়া হয়েছে।
জানা গেছে, ছাত্রলীগের গত কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন হায়দার মোহাম্মদ জিতু। তার বাড়ি রংপুর জেলায়।
উল্লেখ্য, রাষ্ট্রপতির এপিএস পদে এর আগে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ সাগর হোসেন। পরে গত ২৭ আগস্ট সেই নিয়োগ বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত