২৬ নভেম্বর, ২০২৩ ২০:১৭

নটর ডেমে পাসের হার ৯৯.৫৬ শতাংশ

অনলাইন ডেস্ক

নটর ডেমে পাসের হার ৯৯.৫৬ শতাংশ

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় রাজধানীর নটর ডেম কলেজ শিক্ষার্থীদের পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ। এবার পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

এ বছর ৩ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩ হাজার ১৯৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৫২০ জন। আগের বছর জিপিএ ৫ পেয়েছিলেন ২ হাজার ৯০১ জন। এবার জিপিএ ৫ কমেছে ৩৮১টি।

রবিবার এইচএসসির ফল ঘোষণার পরই নটর ডেম কলেজে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক-শিক্ষকরাও আনন্দে মেতে ওঠেন।

এবার নটর ডেম কলেজের বিজ্ঞান থেকে ১ হাজার ৯৫৯ জন, বাণিজ্য থেকে ৪৩১ জন এবং মানবিক বিভাগ থেকে ১৩০ জন জিপিএ ৫ পেয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর