২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় রাজধানীর নটর ডেম কলেজ শিক্ষার্থীদের পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ। এবার পাসের হারের পাশাপাশি কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
এ বছর ৩ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩ হাজার ১৯৪ জন। জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৫২০ জন। আগের বছর জিপিএ ৫ পেয়েছিলেন ২ হাজার ৯০১ জন। এবার জিপিএ ৫ কমেছে ৩৮১টি।
রবিবার এইচএসসির ফল ঘোষণার পরই নটর ডেম কলেজে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক-শিক্ষকরাও আনন্দে মেতে ওঠেন।
এবার নটর ডেম কলেজের বিজ্ঞান থেকে ১ হাজার ৯৫৯ জন, বাণিজ্য থেকে ৪৩১ জন এবং মানবিক বিভাগ থেকে ১৩০ জন জিপিএ ৫ পেয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক