ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় দলের ভাইস চেয়ারম্যান পদ থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে নিজেই আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দেন শাহজাহান। এসময় তিনি বিএনপি থেকে পদত্যাগ করবেন বলেও জানিয়েছিলেন। জিয়াউর রহমানের দল থেকে বঙ্গবন্ধুর দলে যাওয়াকে নিজের পদোন্নতি হিসেবেই দেখছেন বিএনপির এই সাবেক এমপি।
বহিষ্কারাদেশে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন শাহজাহান ওমর।
বিডি প্রতিদিন/নাজমুল