বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে প্রতিবছর সিজিএফডব্লিউএ কর্তৃক বাংলাদেশ কোস্ট গার্ডের বিভিন্ন জোন ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়ে থাকে।
প্রতি বছরের ন্যায় ২ জানুয়ারি ২০২৪ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ মোংলা এনেক্স সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট বেগম মুসলিমা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়, গরিব, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় কোস্ট গার্ড পশ্চিম জোনের পরিবার কল্যাণ সংঘের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এলাকাসমূহে কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের এরূপ জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই