১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৩৪

জননিরাপত্তায় অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন প্রতিবেদক

জননিরাপত্তায় অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

জননিরাপত্তায় সব অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীকে অভিবাদন মঞ্চে শুভেচ্ছা জানানো হয়। লালগালিচায় সুসজ্জিত জিপগাড়িতে প্যারেড ও বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আনসার বাহিনীর প্রধান আমিনুল হক। পরে এক এক করে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কন্টিনজেন্ট দল অভিবাদন জানায়।

এর আগে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নানা কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় চারপাশ। এছাড়া কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি একাডেমি সংশ্লিষ্ট এলাকার সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর