৫ আগস্ট, ২০২৪ ১৫:০৩

শাহবাগে ছাত্র-জনতার ঢল, খণ্ড খণ্ড মিছিলে আসছে জনস্রোত

অনলাইন ডেস্ক

শাহবাগে ছাত্র-জনতার ঢল, খণ্ড খণ্ড মিছিলে আসছে জনস্রোত

সংগৃহীত ছবি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করতে আজ সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। শাহবাগে জড়ো হয়েছেন হাজার হাজার আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সময়ের সঙ্গে খণ্ড খণ্ড মিলিছে ছাত্র-জনতার স্রোত আসছে শাহবাগে।

এর আগে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সোমবার সকাল ১০টার পর থেকে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হওয়ার চেষ্টা করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী। তবে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, দেশজুড়ে চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুর ২টায় জাতির উদ্দেশে তার ভাষণ দেয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় পিছিয়ে বিকেল ৩টায় নির্ধারণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর