বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে ওই বৈঠকে আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না।
সোমবার দুপুরে বৈঠক শেষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সেনাপ্রধান।
তিনি জানান, বৈঠকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে। এখানে আজকে জামায়েতের আমির ছিলেন। বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন। জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতারা এখানে ছিলেন। সুশীল সমাজ এবং এখানে ড. আসিফ নজরুল ছিলেন, জোনায়েদ সাকীও ছিলেন। এখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না।তিনি বলেন, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতোমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত