দেশের বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিজ্ঞ আইনজীবীগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নাই। আজ শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ক্যান্টিনে অনুষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সভায় আইনজীবী সমিতির নেতারা এই কথা বলেন।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট
মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের এডভোকেট হাসান তারিক চৌধুরী তার রিপোর্ট পেশ করেন। শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এডভোকেট হুমাউন কবির। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্থাপিত শোক প্রস্তাবে চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এবং এসময়কালে প্রয়াত বিচারক ও আইনজীবীদের জন্য শোক প্রকাশ করা হয়।
সভায় সারাদেশের বিভিন্ন জেলা বার শাখা থেকে আগত সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে সংগঠনের নির্বাহী সভাপতি এডভোকেট এম এ তাহের, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি যথাক্রমে এডভোকেট এ কে এম সোহেল আহমেদ, এডভোকেট আলী আজম, এডভোকেট মূরলী ধর দাস, এডভোকেট মানিক কুমার মজুমদার, এডভোকেট বিমল শীল, এডভোকেট আনোয়ারুল হক, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট নারায়ণ চন্দ্র বিশ্বাস, এডভোকেট মাহবুবুর রহমান ও এডভোকেট মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুরাদ জামান রাব্বানী, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তারজেল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট মলয় সাহা, এডভোকেট আকবর মাহমুদ, এডভোকেট জেসমিন সুলতানা মিলি এবং এডভোকেট সাইদুর রহমান সাগর প্রমুখ।
সভায় বক্তারা মব ট্রায়াল, সাম্প্রদায়িক হামলা ও উস্কানির বিরুদ্ধে রাষ্ট্রকে আরও দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সভায় চট্টগ্রামে সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনাকে কেন্দ্র করে নিরীহ আইনজীবীদের ঢালাওভাবে আসামি করে হয়রানির তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে নিরীহদের অব্যাহতি দেয়ার আহ্বান জানান। সংগঠনের এই সভায় হবিগঞ্জ বারের সদস্য এডভোকেট পিনাক রঞ্জন দেবনাথ এবং ঠাকুরগাঁও বারের সদস্য এডভোকেট আবু তোরাব মানিককে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বাংলাদেশ বার কাউন্সিলের কার্যক্রমকে আরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত