দুবাই অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই সাফল্যে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে যুব ক্রিকেট দলকে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
তারেক রহমান লিখেছেন, ‘ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে জয় তুলে নেয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং দলগত কাজ আমাদের দেশকে গর্বিত করেছে। এই জয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনাময় ভবিষ্যতের একটি আভাস।’
এর আগে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন টাইগার যুবারা। ভারতকে হারিয়ে আবারও এশিয়ার সেরা টিম হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশি যুবারা।
বিডি-প্রতিদিন/শআ