বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের অভিভাবক সম্মেলন-২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সম্মেলন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন, তথ্য প্রযুক্তি) ও উপসচিব ফজলে ছিদ্দীক মো. ইয়াহিয়া।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের সহকারী অধ্যাপক এস এম তৌফিক আবির। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর প্যারেন্টস অফ দ্য ডিফারেন্টলি এবল্ড এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি ঝুমনা মল্লিক ঝুমি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার আইরিন বিনতে আজাদ, আরও বক্তব্য রাখেন মারুফা জামান।
এই অভিভাবক সম্মেলনে সারা দেশের প্রায় ৪০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবক অংশ নেন।
সভাপতির বক্তব্যে ঝুমনা মল্লিক বলেন, দেশের প্রতিবন্ধী সন্তানদের জন্য আলাদা মন্ত্রণালয় অত্যন্ত জরুরি। আমরা কোন কাজের জন্য গেলে আমাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হয়। আমাদের অনুপস্থিতিতে, আমরা যখন এই দুনিয়ায় থাকব না তখন আমাদের শিশুদের কি হবে? দেশের জেলা উপজেলা পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবা নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, থেরাপি, চিকিৎসা, নিরাপদ আবাসন এবং কর্ম সুবিধা নিয়ে সরকারি পর্যায়ে সেইফ হোমের ব্যবস্থা নিতে হবে।
প্রধান অতিথি ফজলে ছিদ্দীক মো. ইয়াহিয়া তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী মন্ত্রণালয় হওয়াটা ভীষণ জরুনি। অনেক মন্ত্রণালয় মার্জ হওয়া দরকার। তিনি সম্মেলনে সকলের বক্তব্য শুনে সকলের সাথে একমত প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ