২০১৮ সালের আগে নতুন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনের ছয় মাস আগে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করলেই কেবল নতুন দল নিবন্ধনের সুযোগ পাবে। এর আগে কোনো দলের নিবন্ধন দেবে না ইসি।
সম্প্রতি নির্বাচন কমিশনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল নামের একটি দল নিবন্ধনের জন্য আবেদন করায় আপাতত কোনো দলের নিবন্ধন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এমনকি এই দলটিকে চিঠি দিয়ে জানানো হচ্ছে বিষয়টি। চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন কমিশন যেহেতু বর্তমানে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তাই এই মুহূর্তে কোনো দলের নিবন্ধন নয়। নিবন্ধন-সংক্রান্ত এ চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ নতুন রাজনৈতিক দল গজিয়ে ওঠা বন্ধ করতে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয় নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। সে অনুযায়ী, নবগঠিত কোনো দল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে। এ ছাড়া কমিশনও নির্বাচনের ছয় মাস আগে দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করবে। নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২০০৮ সাল থেকে নিবন্ধন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। ওই সময় ১১৮টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। পরে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র দিয়ে ৩৮টি দল চূড়ান্ত নিবন্ধন পায়। নির্ধারিত সময়ে স্থায়ী গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। অন্যদিকে দশম সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। আর নিবন্ধন পায় ৩টি দল। ফলে সব মিলিয়ে দলের সংখ্যা দাঁড়ায় ৪১টিতে। এর মধ্যে আবার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন আদালত। ফলে বর্তমানে ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৪০টি। গত ২০ আগস্ট নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল। ইসির কর্মকর্তারা বলেন, এই বাকশাল সেই বাকশাল না হলেও তারা এই নামে একটি দল নিবন্ধনের আবেদন করেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদর কাছে সম্প্রতি দলটির মহাসচিব কাজী মো. জহিরুল কাইয়ুম এ আবেদন করেন। ইসি সচিবালয়ের নিবন্ধন যাচাই-বাছাই কমিটির কাছে তা পাঠিয়েছেন সিইসি। তবে বাছাই কমিটি বলছে, সেই বাকশালের সঙ্গে এই বাকশালের কোনো সম্পর্ক নেই। ওই সময়ের বাকশাল একেবারেই বিলীন হয়ে গেছে। ইসি যখন নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করবে তখনই তাদের নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
নতুন দলের নিবন্ধন নয় ২০১৮ সালের আগে
গোলাম রাব্বানী
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর