২০১৮ সালের আগে নতুন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনের ছয় মাস আগে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করলেই কেবল নতুন দল নিবন্ধনের সুযোগ পাবে। এর আগে কোনো দলের নিবন্ধন দেবে না ইসি।
সম্প্রতি নির্বাচন কমিশনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল নামের একটি দল নিবন্ধনের জন্য আবেদন করায় আপাতত কোনো দলের নিবন্ধন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এমনকি এই দলটিকে চিঠি দিয়ে জানানো হচ্ছে বিষয়টি। চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন কমিশন যেহেতু বর্তমানে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তাই এই মুহূর্তে কোনো দলের নিবন্ধন নয়। নিবন্ধন-সংক্রান্ত এ চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ নতুন রাজনৈতিক দল গজিয়ে ওঠা বন্ধ করতে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয় নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। সে অনুযায়ী, নবগঠিত কোনো দল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে। এ ছাড়া কমিশনও নির্বাচনের ছয় মাস আগে দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করবে। নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২০০৮ সাল থেকে নিবন্ধন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। ওই সময় ১১৮টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। পরে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র দিয়ে ৩৮টি দল চূড়ান্ত নিবন্ধন পায়। নির্ধারিত সময়ে স্থায়ী গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। অন্যদিকে দশম সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। আর নিবন্ধন পায় ৩টি দল। ফলে সব মিলিয়ে দলের সংখ্যা দাঁড়ায় ৪১টিতে। এর মধ্যে আবার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন আদালত। ফলে বর্তমানে ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৪০টি। গত ২০ আগস্ট নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল। ইসির কর্মকর্তারা বলেন, এই বাকশাল সেই বাকশাল না হলেও তারা এই নামে একটি দল নিবন্ধনের আবেদন করেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদর কাছে সম্প্রতি দলটির মহাসচিব কাজী মো. জহিরুল কাইয়ুম এ আবেদন করেন। ইসি সচিবালয়ের নিবন্ধন যাচাই-বাছাই কমিটির কাছে তা পাঠিয়েছেন সিইসি। তবে বাছাই কমিটি বলছে, সেই বাকশালের সঙ্গে এই বাকশালের কোনো সম্পর্ক নেই। ওই সময়ের বাকশাল একেবারেই বিলীন হয়ে গেছে। ইসি যখন নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করবে তখনই তাদের নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
নতুন দলের নিবন্ধন নয় ২০১৮ সালের আগে
গোলাম রাব্বানী
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর