রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

র‌্যাব কার্যালয়ে ববি হাজ্জাজকে জিজ্ঞাসাবাদ

র‌্যাব কার্যালয়ে ববি হাজ্জাজকে জিজ্ঞাসাবাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে তার পরিবার।
পরিবারের একটি সূত্র জানায়, গতকাল বিকাল ৪টায় র‌্যাব-১ এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এর পর তিনি বিকাল ৫টায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন। পরে আবারও তাকে র‌্যাব কার্যালয়ে ডেকে পাঠানো হয়। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই সূত্রটি দাবি করেছে।
এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত জানিয়েছেন, ববি হাজ্জাজ র‌্যাব কার্যালয়ে আছেন কিনা, খোঁজ নিয়ে জানাতে হবে।
ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গতকাল এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। গতকালও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।

সর্বশেষ খবর