২০১৮ সালের আগে নতুন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনের ছয় মাস আগে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করলেই কেবল নতুন দল নিবন্ধনের সুযোগ পাবে। এর আগে কোনো দলের নিবন্ধন দেবে না ইসি।
সম্প্রতি নির্বাচন কমিশনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল নামের একটি দল নিবন্ধনের জন্য আবেদন করায় আপাতত কোনো দলের নিবন্ধন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এমনকি এই দলটিকে চিঠি দিয়ে জানানো হচ্ছে বিষয়টি। চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন কমিশন যেহেতু বর্তমানে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তাই এই মুহূর্তে কোনো দলের নিবন্ধন নয়। নিবন্ধন-সংক্রান্ত এ চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ নতুন রাজনৈতিক দল গজিয়ে ওঠা বন্ধ করতে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয় নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। সে অনুযায়ী, নবগঠিত কোনো দল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে। এ ছাড়া কমিশনও নির্বাচনের ছয় মাস আগে দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করবে। নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২০০৮ সাল থেকে নিবন্ধন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। ওই সময় ১১৮টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। পরে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র দিয়ে ৩৮টি দল চূড়ান্ত নিবন্ধন পায়। নির্ধারিত সময়ে স্থায়ী গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। অন্যদিকে দশম সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। আর নিবন্ধন পায় ৩টি দল। ফলে সব মিলিয়ে দলের সংখ্যা দাঁড়ায় ৪১টিতে। এর মধ্যে আবার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন আদালত। ফলে বর্তমানে ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৪০টি। গত ২০ আগস্ট নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল। ইসির কর্মকর্তারা বলেন, এই বাকশাল সেই বাকশাল না হলেও তারা এই নামে একটি দল নিবন্ধনের আবেদন করেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদর কাছে সম্প্রতি দলটির মহাসচিব কাজী মো. জহিরুল কাইয়ুম এ আবেদন করেন। ইসি সচিবালয়ের নিবন্ধন যাচাই-বাছাই কমিটির কাছে তা পাঠিয়েছেন সিইসি। তবে বাছাই কমিটি বলছে, সেই বাকশালের সঙ্গে এই বাকশালের কোনো সম্পর্ক নেই। ওই সময়ের বাকশাল একেবারেই বিলীন হয়ে গেছে। ইসি যখন নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করবে তখনই তাদের নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
নতুন দলের নিবন্ধন নয় ২০১৮ সালের আগে
গোলাম রাব্বানী
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর