২০১৮ সালের আগে নতুন কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। একাদশ সংসদ নির্বাচনের ছয় মাস আগে নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করলেই কেবল নতুন দল নিবন্ধনের সুযোগ পাবে। এর আগে কোনো দলের নিবন্ধন দেবে না ইসি।
সম্প্রতি নির্বাচন কমিশনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল নামের একটি দল নিবন্ধনের জন্য আবেদন করায় আপাতত কোনো দলের নিবন্ধন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। এমনকি এই দলটিকে চিঠি দিয়ে জানানো হচ্ছে বিষয়টি। চিঠিতে বলা হচ্ছে, নির্বাচন কমিশন যেহেতু বর্তমানে রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তাই এই মুহূর্তে কোনো দলের নিবন্ধন নয়। নিবন্ধন-সংক্রান্ত এ চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির সহকারী সচিব রৌশন আরা বেগম। ইসি সূত্র জানিয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ নতুন রাজনৈতিক দল গজিয়ে ওঠা বন্ধ করতে ভোটের অন্তত ছয় মাস আগে নিবন্ধনের সময়সীমা বেঁধে দেয় নির্বাচন কমিশন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। সে অনুযায়ী, নবগঠিত কোনো দল আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে ২০১৮ সালের এপ্রিলের মধ্যে। এ ছাড়া কমিশনও নির্বাচনের ছয় মাস আগে দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করবে। নবম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ২০০৮ সাল থেকে নিবন্ধন বাধ্যতামূলক করে নির্বাচন কমিশন। ওই সময় ১১৮টি দল আবেদন করে এবং পরে খসড়া গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি দল নিবন্ধিত হয়। পরে সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র দিয়ে ৩৮টি দল চূড়ান্ত নিবন্ধন পায়। নির্ধারিত সময়ে স্থায়ী গঠনতন্ত্র দিতে ব্যর্থ হওয়ায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়। অন্যদিকে দশম সংসদ নির্বাচনে অংশ নিতে নতুন ৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে। আর নিবন্ধন পায় ৩টি দল। ফলে সব মিলিয়ে দলের সংখ্যা দাঁড়ায় ৪১টিতে। এর মধ্যে আবার জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেন আদালত। ফলে বর্তমানে ইসির কাছে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৪০টি। গত ২০ আগস্ট নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ-বাকশাল। ইসির কর্মকর্তারা বলেন, এই বাকশাল সেই বাকশাল না হলেও তারা এই নামে একটি দল নিবন্ধনের আবেদন করেছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদর কাছে সম্প্রতি দলটির মহাসচিব কাজী মো. জহিরুল কাইয়ুম এ আবেদন করেন। ইসি সচিবালয়ের নিবন্ধন যাচাই-বাছাই কমিটির কাছে তা পাঠিয়েছেন সিইসি। তবে বাছাই কমিটি বলছে, সেই বাকশালের সঙ্গে এই বাকশালের কোনো সম্পর্ক নেই। ওই সময়ের বাকশাল একেবারেই বিলীন হয়ে গেছে। ইসি যখন নতুন দলের নিবন্ধন আবেদন আহ্বান করবে তখনই তাদের নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নতুন দলের নিবন্ধন নয় ২০১৮ সালের আগে
গোলাম রাব্বানী
অনলাইন ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর