স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, অনুমতি না নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থানের কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আইন সবার জন্যই সমান। আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে (জোবায়দা) বরখাস্ত করে দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, চাকরিবিধি অনুযায়ীই তাকে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, জরুরি অবস্থায় গ্রেফতার হওয়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তির পর স্ত্রী-মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। স্বামীর সঙ্গে লন্ডন যাওয়ার সময় শিক্ষা ছুটি নিয়েছিলেন জোবায়দা। পরে তা বাড়িয়ে ২০১১ সালের ১১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করেন তিনি। স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন জোবায়দা। তবে ওই আবেদনটি \'যৌক্তিক\' মনে না হওয়ায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের মেয়ে জোবায়দা ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন।
সরকারি দলের অপর সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ইবোলা ভাইরাস প্রতিরোধে সরকার থেকে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। স্থলসহ দেশের ২৫টি আন্তর্জাতিক বন্দরে ইবোলা সংক্রান্ত মেডিকেল টিমের কাছে পর্যাপ্ত পরিমাণ ওষুধের ব্যবস্থা রয়েছে।