কর পরিকাঠামো অপরিবর্তিত রেখেই ভারতের ২০১৫-১৬ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতবারের মতো এবারও ২.৫০ লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত থাকছে। বিনিয়োগ করলে ৪ লাখ ৪৪ হাজার রুপি পর্যন্ত আয়ে সম্পূর্ণ করমুক্ত রাখা হবে। যদিও ছাড় নেই ধনীদের ক্ষেত্রে। তাদের অতিরিক্ত কর দিতে হবে।
গতকাল সংসদে বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মানুষ চায় দুর্নীতি রাজ খতম হোক। এবারের বাজেটে নারী সুরক্ষার ওপরও জোর দেওয়া হয়েছে। নারীদের সুরক্ষায় নির্ভয়া প্রকল্পে বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত আরও ১ হাজার কোটি রুপি। বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য রয়েছে বিশেষ আর্থিক প্যাকেজ।
বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ ২ লাখ ৪৬ হাজার ৭২৭ কোটি রুপি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের জন্য ‘নয়া মনজিল’ প্রকল্প তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পরিসেবা কর ১২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছে। এর ফলে বেশ কিছু পরিসেবার জন্য আগের থেকে বেশি অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ এবার থেকে প্রায় প্রতিটি জিনিসেরই দাম বেড়ে যাবে। শিল্পপতিদের কথা মাথায় রেখে কর্পোরেট ট্যাক্স অবশ্য এক ধাক্কায় অনেকটাই কমিয়েছেন অর্থমন্ত্রী। আগামী চার বছরের জন্য কর্পোরেট ট্যাক্স বর্তমানে ৩৩.৯৯ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। নতুন আইনে কালো রুপির দাপট রুখতে নগদ লেনদেনের ব্যবহার কমানোর প্রস্তাব থাকছে। একই সঙ্গে বিদেশে কালো রুপি রাখলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। কর ফাঁকি দিলে কড়া শাস্তির বিধান থাকছে। অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল না করলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড, আয়কর রিটার্নে বিদেশি সম্পত্তির পরিমাণও উল্লেখ করার কথা বলা হয়েছে বাজেটে। বাজেট পেশের পর প্রধানমন্ত্রী একে বাস্তবসম্মত, প্রগতিশীল বলে উল্লেখ করেছেন। লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘এই বাজেট পুঁজিবাদী ও কর্পোরেটদের অনূকুলে গেছে, এতে গরিবদের আদৌ কোনো সুরাহা হবে না।
এই বাজেটকে জনবিরোধী বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রও।
শিরোনাম
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
সাধারণ বাজেট পেশ
ভারতের করপোরেট ট্যাক্স হ্রাসের প্রস্তাব
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর