কর পরিকাঠামো অপরিবর্তিত রেখেই ভারতের ২০১৫-১৬ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতবারের মতো এবারও ২.৫০ লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণ করমুক্ত থাকছে। বিনিয়োগ করলে ৪ লাখ ৪৪ হাজার রুপি পর্যন্ত আয়ে সম্পূর্ণ করমুক্ত রাখা হবে। যদিও ছাড় নেই ধনীদের ক্ষেত্রে। তাদের অতিরিক্ত কর দিতে হবে।
গতকাল সংসদে বাজেট-বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মানুষ চায় দুর্নীতি রাজ খতম হোক। এবারের বাজেটে নারী সুরক্ষার ওপরও জোর দেওয়া হয়েছে। নারীদের সুরক্ষায় নির্ভয়া প্রকল্পে বরাদ্দ করা হয়েছে অতিরিক্ত আরও ১ হাজার কোটি রুপি। বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য রয়েছে বিশেষ আর্থিক প্যাকেজ।
বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ ২ লাখ ৪৬ হাজার ৭২৭ কোটি রুপি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের জন্য ‘নয়া মনজিল’ প্রকল্প তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পরিসেবা কর ১২.৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছে। এর ফলে বেশ কিছু পরিসেবার জন্য আগের থেকে বেশি অর্থ ব্যয় করতে হবে। অর্থাৎ এবার থেকে প্রায় প্রতিটি জিনিসেরই দাম বেড়ে যাবে। শিল্পপতিদের কথা মাথায় রেখে কর্পোরেট ট্যাক্স অবশ্য এক ধাক্কায় অনেকটাই কমিয়েছেন অর্থমন্ত্রী। আগামী চার বছরের জন্য কর্পোরেট ট্যাক্স বর্তমানে ৩৩.৯৯ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। নতুন আইনে কালো রুপির দাপট রুখতে নগদ লেনদেনের ব্যবহার কমানোর প্রস্তাব থাকছে। একই সঙ্গে বিদেশে কালো রুপি রাখলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। কর ফাঁকি দিলে কড়া শাস্তির বিধান থাকছে। অর্থাৎ আয়কর রিটার্ন দাখিল না করলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড, আয়কর রিটার্নে বিদেশি সম্পত্তির পরিমাণও উল্লেখ করার কথা বলা হয়েছে বাজেটে। বাজেট পেশের পর প্রধানমন্ত্রী একে বাস্তবসম্মত, প্রগতিশীল বলে উল্লেখ করেছেন। লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘এই বাজেট পুঁজিবাদী ও কর্পোরেটদের অনূকুলে গেছে, এতে গরিবদের আদৌ কোনো সুরাহা হবে না।
এই বাজেটকে জনবিরোধী বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রও।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
সাধারণ বাজেট পেশ
ভারতের করপোরেট ট্যাক্স হ্রাসের প্রস্তাব
কলকাতা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর