শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দেশে এখন দুঃসময় চলছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশে ‘দুঃসময়’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন বিরোধী-মত দমন করে মুক্তচিন্তা ও কণ্ঠরোধ করা হচ্ছে। ভিন্ন মত পোষণকারীদের নির্যাতন করা হচ্ছে।

গতকাল বিকালে প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৭৫তম জম্নবার্ষিকী স্মরণে রাজধানীর কমলাপুরের জসীমউদ্দীন সড়কে তার বাসায় এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন। চলতি বছরের ১১ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান চাষী নজরুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, ’৭১ সালের আগে থেকেই সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এ জন্য একাত্তরে লড়াই করেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দীর্ঘদিন পরে এসে এখন শ্বাস বন্ধ হয়ে যায়। কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। যারা সত্য কথা বলতে চান, ভিন্ন মত পোষণ করতে চান, তাদের এখানে পুরোপুরিভাবে নির্যাতন-নিপীড়ন-দমনে শিকার করা হয়।’ প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রয়াত চাষী নজরুলের কর্মজীবনের ওপর বক্তব্য রাখেন চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক তারেক শামসুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, ছড়াকার আবু সালেহ, প্রয়াত চাষী নজরুলের সহধর্মিণী জ্যোৎস্না কাজী, জাসাস সভাপতি এম এ মালেক, আবুল হাশেম রানা, রফিকুল ইসলাম, কণ্ঠশিল্পী হাসান চৌধুরী, চিত্রনায়ক হেলাল খান, প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না, চিত্র পরিচালক নাসিরউদ্দিন মিলন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর