রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় মিরপুরের একটি সুপার শপসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাজধানীর আদাবর, দারুস সালাম ও শাহ আলী থানায় এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংস্থা। জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের গায়ে খুচরা মূল্য উল্লেখ না থাকায় সুপার শপ প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় ফ্যামিলি কেয়ারসহ দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর