সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসবিরোধী আইনের তিন মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক

২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা তিনটি মামলা বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বাতিলের ক্ষেত্রে জারি করা রুল যথাযথ  ঘোষণা করে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। জানা গেছে, আইনের বিধান অনুসারে এসব মামলায় সরকারের অনুমোদন নিতে হয়। কিন্তু এ তিন মামলার  ক্ষেত্রে দীর্ঘ সময়ক্ষেপণ হয়েছে। তাই আদালত মামলাগুলো বাতিলের রায় দিয়েছে। এ ছাড়া যারা অনুমোদন নিতে দীর্ঘ সময়ক্ষেপণ করেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিয়ে ৪৫ দিনের মধ্যে সুপ্রিমকোর্টের নিম্ন আদালতের কার্যক্রম তদারকি কমিটিকে জানাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে নির্দেশ  দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে আবদুর রাকিব সুমন ও রবিউল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা করে পুলিশ। ২০১২ সালের ২৪ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। একইসঙ্গে আইনের বিধান অনুসারে এ মামলার বিষয়ে সরকারের অনুমোদন চাওয়া হয়। পরে আসামিরা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ, মামলা বাতিল ও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট সন্ত্রাসবিরোধী আইনে করা মামলা বাতিল ও আসামিদের জামিন প্রশ্নে রুল জারি করে। এদিকে গত ১৬ এপ্রিল এই মামলাগুলোর অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু অনুমোদনের কপি এখনো আদালতে আসেনি। ফলে শুনানি শেষে গতকাল রায় দেয় আদালত। রায়ে আসামিদের ছয় মাসের জামিনও দিয়েছে আদালত।

সর্বশেষ খবর