সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এম্প্লয়ার অব চয়েসের শীর্ষে ইউনিলিভার

নিজস্ব প্রতিবেদক

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এম্প্লয়ার অব চয়েসের প্রথম হিসেবে নির্বাচিত হয়েছে। প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে। ২০১৫ সালে দেশের সব খাতের বিজনেস শিক্ষার্থীদের কাছে ড্রিম এম্প্লয়ার হিসেবেও প্রথম হিসেবে নির্বাচিত হয়েছে কোম্পানিটি। দেশের শীর্ষ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে জরিপ করে সবার পছন্দের তালিকায় শীর্ষে উঠে আসে ইউনিলিভার। এমনকি নারী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় ইউনিলিভার শীর্ষে। বিশ্ব সমাদৃত গবেষণা প্রতিষ্ঠান এসি নিলসেন এই সার্ভে পরিচালনা করে। ইউনিলিভার স্কুল অব লিডার্স চিন্তাধারা এম্প্লয়ার হিসেবে তাদের মূল্যবোধ পরিচালিত করে। যার মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জিং এবং শিক্ষণীয় কাজের মধ্য দিয়ে কর্মীদের ক্যারিয়ারের শুরু থেকে ব্যবসায়িক ও কার্যকর নেতৃত্ববোধ গড়ে তোলে। কোম্পানিটি শিক্ষার্থীদের জন্য ইউনিলিভার ফিউচার লিডার প্রোগ্রাম নামে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম করে থাকে। দেশে-বিদেশে নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের নেতৃত্বস্থানীয় দায়িত্ব নিয়ে কাজ করার জন্য প্রস্তুত করা হয়। এ ছাড়া ইউনিলিভার শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সুবিধা দিয়ে থাকে। যেখানে তারা অভিজ্ঞতা অর্জন ও সরাসরি বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পায়। ইউনিলিভারের একটি ক্যারিয়ার ফিলোশফি রয়েছে যা বিশেষভাবে সাহায্য করে শিক্ষার্থীদের। যেখানে সবাই সেরা ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করার সুযোগ পায়।

সর্বশেষ খবর