মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিমানবন্দরে পৌনে ২ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটক যাত্রীর নাম হাবিবুর রহমান। গতকাল দুপুরে সিঙ্গাপুর থেকে থাইল্যান্ড হয়ে তিনি ঢাকায় এসেছিলেন। উদ্ধার হওয়া ৩৫টি সোনার বারের দাম প্রায় পৌনে দুই কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টম হাউস কর্মকর্তারা। পরে এ ঘটনায় রাজধানীর বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, হাবিবুর রহমান সিঙ্গাপুর থেকে সরাসরি ঢাকায় আসার কথা ছিল। কিন্তু কাস্টমের নজর এড়াতে সিঙ্গাপুর-ঢাকা সরাসরি ফ্লাইটে না এসে তিনি ব্যাংককে যান। সেখান থেকে এয়ারওয়েজে ঢাকায় আসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করেন কর্মকর্তারা। সোনা থাকার বিষয়টি অস্বীকার করলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ের স্পোর্টস অ্যাঙ্কলেট থেকে ২৮ পিস, মানিব্যাগ থেকে ৬ পিস এবং সাইড ব্যাগ থেকে ১ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন সাড়ে ৩ কেজি। বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।

সর্বশেষ খবর