মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শাহজালালে ফ্যানের পাইপে সোনা জব্দ, যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ট্যান্ড ফ্যানের পাইপে লুকিয়ে আনা ১ কেজি ৪০০ গ্রাম সোনাসহ তরুণ কুমার (৩২) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। গতকাল রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। জানা গেছে, সিঙ্গাপুর থেকে টাইগার এয়ারওয়েজে সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে শাহজালালে অবতরণ করেন তরুণ কুমার। রাত সাড়ে ৮টার দিকে তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন।

 কাস্টমস হাউসের ইউনিট খবর পায়, তরুণের ফ্যানের স্ট্যান্ড পাইপে সোনা আছে। তখন তাকে স্ট্যান্ড ফ্যানটি স্ক্যানিং মেশিনে দেওয়ার জন্য বলা হলে বলেন, ‘ফ্যানে তো কোনো ট্যাক্স নেই। আপনারা এত মানুষকে হয়রানি করেন কেন?’ তার এই উল্টো শাসানিতে কাস্টমস কর্মকর্তারা চ্যালেঞ্জ করে স্ক্যানিং করে দেখেন ফ্যানের স্ট্যান্ড পাইপে সোনা রয়েছে। পরে সেটা খুলে ১০০ গ্রাম ওজনের ১৪টি বার বের করা হয়। মোট ১ কেজি ৪০০ গ্রাম ওজনের এ সোনার বাজার মূল্য প্রায় ৬১ লাখ টাকা।

সর্বশেষ খবর