রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভাষা আন্দোলনের প্রধান শক্তি ছিলেন আ. মতিন

———— ডা. জাফরুল্লাহ

ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ’৫২-র ভাষা আন্দোলনের প্রধান শক্তি ছিলেন ভাষাসৈনিক আবদুল মতিন। তার সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ ও নানামুখী তত্পরতায় সাধারণ ছাত্ররা সেদিন উজ্জীবিত হয়ে ১৪৪ ধারা ভেঙে সাহসী ভূমিকা রেখেছিলেন। ভাষাসৈনিক আবদুল মতিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ কর্তৃক গতকাল সকালে বাংলাদেশ ফটো জার্নালিস্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর