রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যুবলীগ নেতা মারুফ হত্যায় সরিষাবাড়ীর সাবেক এমপি জড়িত!

জামালপুর প্রতিনিধি

সরিষাবাড়ী উপজেলা যুবলীগ নেতা মারুফ হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে নিহতের পরিবার ও আওয়ামী লীগ নেতারা। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলা হয়, এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের কার্যাবলির প্রতিবাদ করায় স্থানীয় এক সাবেক এমপির নির্দেশে কুখ্যাত সন্ত্রাসীরা গত ২০ সেপ্টেম্বর মারুফকে কোপায়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করার পর তিনি ২৬ অক্টোবর মারা যান। সংবাদ সম্মেলনে মারুফের পিতা মতিউর রহমান বলেন, তার ছেলের ওপর হামলার আগের দিন এলাকার কুখ্যাত সন্ত্রাসী রাজা মেম্বারের বাড়িতে সাবেক এমপি ডা. মুরাদ হাসানের উপস্থিতিতে গোপন বৈঠক শেষে হত্যার উদ্দেশ্যে মারুফের ওপর হামলা চালানো হয়। মতিউর রহমান সাবেক ওই এমপিসহ হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, আওনা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলাল হোসেন ছাড়াও নিহত মারুফের বড়ভাই ফারুক হোসেন ও আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

দুই গ্রুপে সংঘর্ষ : এদিকে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর সাবেক এমপি ডা. মুরাদ হাসানের সমর্থকরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর