বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সব ব্যাংকের সুদহার নামাতে সময় লাগবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সব ব্যাংকের ঋণের সুদহার এক অঙ্কে অর্থাৎ ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনতে আরও সময় লাগবে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘এ টার্গেটটাই কঠিন ছিল। আমি বোধহয় তখনই বলেছিলাম এটি যত জলদি করা যায়। কারণ এত তাড়াতাড়ি (কুইকলি) করা সব ব্যাংকের পক্ষে সম্ভব নয়।’

কিছু ব্যাংক এটি বাস্তবায়ন করেছে, কিছু ব্যাংক এখনো করেনি, এতে করে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না বিশৃঙ্খলা হবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক দেখভাল করবে।’

আমানতের সুদহার কমানোর জন্য সরকারি ব্যাংকগুলো তাদের আমানত বেসরকারি ব্যাংক থেকে তুলে নিচ্ছে এ বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, হয়তো উঠাবে। এটা তাদের ব্যবসার ব্যাপার।’ ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনার জন্য বেসরকারি ব্যাংকগুলোতে ৬ শতাংশে সরকারি ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর আমানত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে অর্থমন্ত্রী বললেন উল্টো কথা। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কম সুদে কীভাবে হবে? কম সুদে হবে না। তবে আমরা সরকারি ব্যাংকের টাকা বেসরকারি ব্যাংকে ডিপোজিট করার সুযোগ করে দিয়েছি।’

সর্বশেষ খবর