সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রত্যেক এলাকায় কর অফিস থাকবে

---------------------------- অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাজস্ব আদায় বাড়াতে করজাল বিস্তৃত করা হবে আর এর জন্য প্রত্যেক এলাকায় কর অফিস থাকবে। কর আদায়ের ক্ষেত্রে কাউকে কষ্ট দেওয়া হবে না। যেসব এলাকা থেকে প্রত্যাশিত কর আসে না, ইতিমধ্যে সেসব এলাকা চিহ্নিত করা হয়েছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভ্যাট-কাস্টমস সংশ্লিষ্ট সদস্য ও কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধান করে কীভাবে আয় বাড়ানো যায় সে পরিকল্পনা করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য সরকারের রাজস্ব আরও বৃদ্ধি করা। এ মুহূর্তে আমরা রাজস্ব আহরণে কিছুটা হলেও পিছিয়ে আছি। সে অবস্থা থেকে সামনে এগোতে হবে।’ তিনি বলেন, ‘এখানে এনবিআরের যারা আছেন, তারা কাজ করতে গিয়ে যেসব সমস্যা মোকাবিলা করেন, তা থেকে উত্তরণের একটা রাস্তা বের করার চেষ্টা করছি। পাশাপাশি সবাইকে নিয়ে ব্যবসায়ীদের কীভাবে আরও সাহায্য করা যায়, সরকার কীভাবে সাহায্য করতে পারে, সেই দিকগুলোও তুলে ধরেছি। ফলে সামনের দিনগুলোতে রাজস্ব আদায় বাড়বে বলে আশা করা হচ্ছে।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থ বিভাগের সচিব আবদুর রউফ তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর