রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা
ভিআরজের সেমিনারে আইজি প্রিজন্স

কারাগার বন্দীশালা নয়, সংশোধনাগার

নিজস্ব প্রতিবেদক

কারাগার কোনো বন্দীশালা নয়, এটি সংশোধনাগার। এরই অংশ হিসেবে প্রিজন লিঙ্কসহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ভিকটিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস (ভিআরজে) বিভাগের আয়োজনে চতুর্থ জাতীয় সেমিনারের এবারের প্রতিপাদ্য ছিল ‘প্র্যাকটিস অব রেস্টোরেটিভ জাস্টিস ইন প্রিজন : চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটি ইন বাংলাদেশ’। গতকাল সকালে আইএসডব্লিউআর হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক তৌহিদুল হকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভিআরজে-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ফজলে খোদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. নুরুল ইসলাম। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. এস কে তৌহিদুল ইসলাম।

বক্তারা বলেন, প্রচলিত বিচারিক ব্যবস্থায় সংস্কার প্রয়োজন। বিদ্যমান বিচারব্যবস্থায় রেস্টোরেটিভ জাস্টিস সমন্বয় করা হলে এক ভিন্ন মাত্রা যোগ হবে। কারণ একজন মানুষের সাজা হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবারের দেশের জন্য কোনো অবদান রাখার সুযোগ থাকে না। শর্তসাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিতে হবে। এ সময় ‘প্যারোল’-এর মতো বিষয়ের রাজনৈতিকীকরণের সমালোচনাও করেন বক্তারা। সেমিনারের দ্বিতীয় পর্বে এক প্যানেল আলোচনায় যোগ দেন অধ্যাপক ড. মো. গোলাম আজম, অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষে রিপন খান ও মোহাম্মাদ শিবলিজ্জামান।

সর্বশেষ খবর