রাজধানীর ডেমরা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে আমুলিয়া মডেল টাউনের চায়না বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ডেমরা থানার এসআই দীপঙ্কর কুমার দেবনাথ জানান, রাস্তার ওপর হাত-পা বাঁধা ও গলায় কাপড়ের বেল্ট প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।