নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি শেষ হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির ওপর গণশুনানিতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার পরিচালক হারুন অর রশীদ বলেন, গ্যাস আমদানি করতে হলে দাম বৃদ্ধি ছাড়া উপায় নেই। গ্যাসের দাম বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানির গতকাল ছিল শেষ দিন। এদিন সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং বিকালে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির শুনানি অনুষ্ঠিত হয়। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এদিকে গতকাল বিইআরসি কার্যালয়ের ভিতর যখন গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানি অনুষ্ঠিত হচ্ছিল সে সময় কার্যালয়ের বাইরে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও সদস্যরা দাম বৃদ্ধি না করার জন্য বিক্ষোভ করেন। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা গ্যাসের দাম বৃদ্ধির শুনানি বন্ধের দাবি জানান। গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়ে গণফোরাম ঘোষণা দিয়েছে দাম বৃদ্ধি করা হলে তারা আন্দোলনের মতো কর্মসূচি দেবে। গতকাল গণফোরামের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। এর বাইরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানান। তারা জানান, গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ গণবিরোধী। তবে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গতকাল এক অনুষ্ঠানে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান। তিনি জানান, এ বিষয়ে বিইআরসি আলোচনা করছে। বিভিন্ন কোম্পানি মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। ভোক্তারাও তাদের মতামত জানিয়েছেন। উল্লেখ্য, আইন অনুযায়ী গণশুনানির ৯০ দিনের মধ্যে মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর পর্যালোচনা শেষে বিইআরসিকে সিদ্ধান্ত দিতে হবে।
শিরোনাম
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
- ফেনীতে ডিপ্লোমা প্রকৌশলীদের এক ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ
- কুয়েত চেম্বারে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বিশেষ সভা
- শ্রীলঙ্কা জিতলে বাঁচবে স্বপ্ন, হারলে কঠিন সমীকরণ বাংলাদেশের
- দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু
- জবি উপাচার্যসহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
- সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিনজন গ্রেফতার
গ্যাসের গণশুনানি শেষ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর