বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

স্মার্টফোন আমদানির ওপর বর্ধিত কর প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক ২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মোবাইলফোন ব্যবসায়ীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় বাংলাদেশ মোবাইলফোন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমবিএ মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে স্মার্টফোন আমদানিতে মোট করের পরিমাণ প্রায় ৩১ দশমিক ৭৫ শতাংশ। প্রস্তাবিত বাজেটে স্মার্টফোন আমদানি শুল্ক ২৫ শতাংশ করার ফলে মোট করের পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৭ দশমিক ৩১ শতাংশ। যা পূর্ববর্তী বছরের তুলনায় ৯০ শতাংশ বেশি। এমন কর বাড়লে দেশে আমদানিকৃত স্মার্টফোনের মূল্যবৃদ্ধি পাবে। মোবাইল ব্যবহার কমে আসলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও কমবে। ফলে রাজস্ব হারাবে সরকার।

সংবাদ সম্মেলনে বিএমবিএ’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. হোসেন হায়দার হিরুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর