শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঈদের আগে সদরঘাটে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার আগে লঞ্চের টিকিটে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত গ্রহণ করে গ্রাহক হয়রানির অভিযোগে সদরঘাট লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকের একটি টিম অভিযানে যায়। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, অভিযানে এমভি পারাবত, এমভি ফারহানসহ ১৫টি লঞ্চের সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে। যাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে। দুদক টিম জানতে পারে, অধিকাংশ লঞ্চে টিকিট বিক্রি করা হলেও যাত্রীদের নাম ও ফোন নম্বর সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি। দুদক টিম যাত্রীদের তথা সঠিকভাবে সংরক্ষণ করতে লঞ্চের টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি লঞ্চে লাইফ জ্যাকেট/লাইফ বয়া প্রয়োজনীয় পরিমাণে ছিল কিনা সে বিষয়ে কোনো সদুত্তর লঞ্চ কর্তৃপক্ষ দিতে পারেনি। বিষয়টি কঠোরভাবে মনিটর করতে উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাকে তাগাদা দেওয়া হয়েছে। এ ছাড়া লঞ্চের ভিতরে জরুরি প্রয়োজনে সাহায্যের জন্য কন্ট্রোল রুমের হটলাইন নম্বর দৃশ্যমান না থাকায় এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। লঞ্চযাত্রায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দাবি করলে দুদকের অভিযোগ কেন্দ্রে জানাতে লঞ্চ টার্মিনালে ও লঞ্চের ভিতরে মাইকিং করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর