রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু নিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে : আতিক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জে আছি। সারাবিশ্ব ডেঙ্গুর চ্যালেঞ্জে রয়েছে। কীভাবে এই ডেঙ্গু নির্মূল করা যায়- সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গতকাল সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একদিনের প্রথম বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশে একটি ময়লার কাগজও যেন মাটিতে না ফেলি। এটাই হোক আজকের সবচেয়ে বড় অঙ্গীকার। এই শহরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে তরুণদের নিয়ে কাজ করব। ঢাকা শহরকে সুন্দর করতে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করবে সিটি করপোরেশন। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। আর এটি করতে না পারলে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। এজন্য আমাদের চতুর্থ শিল্পবিপ্লব করতে হবে। এই কার্নিভালের যৌথ আয়োজক ছিল এন অ্যাফেয়ার্স ও সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি)।

সংস্থাটির প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) মো. মঈনুল ইসলাম, কার্নিভালের আহ্বায়ক মোশারফ হোসেন, নারী উদ্যোক্তা নীলুফার করিম, এসএলএসডি মহাসচিব ব্যারিস্টার আহমেদ আল ফারাবী, এন অ্যাফেয়ার্সের সিইও কাজী ফাহরীন আল নাসিফ প্রমুখ। এতে পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ জনকে বিজনেস লিডার্স অ্যাওয়ার্ড এবং ১০ জনকে বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আয়োজকরা জানিয়েছেন, প্রথম বিজনেস লিডার্স কার্নিভাল-২০১৯-এর লক্ষ্য পাঁচটি। এগুলো হলো শিক্ষা বিনোদনের ও  নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়িক জ্ঞান সম্প্রসারণ, ব্যবসায়ে নারী নেতৃত্ব উৎসাহিতকরণ, পরবর্তী প্রজন্মের ব্যবসায়িক  নেতৃত্বের মাঝে সৃজনশীলতা তৈরি, ব্যবসায়িক সমাজকে সঠিকভাবে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপারে আরও সচেতন করা এবং বাংলাদেশের ব্যবসায়িক সমাজকে চতুর্থ ও পঞ্চম শিল্পবিপ্লবের জন্য তৈরি করা।

সর্বশেষ খবর