সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা চলছে

------------------ জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অস্থিরতা চলছে। দেশে রাজনৈতিক শূন্যতা আছে। সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় জাতীয় পার্টি সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায়। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সাংগঠনিক টিমের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফর ও সেখানে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তি সম্পর্কে কিছু বিরূপ আলোচনা চোখে পড়েছে। সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি। প্রধানমন্ত্রীর দেশপ্রেমের প্রতি আমরা আস্থাশীল। তিনি বলেন, বুয়েট ছাত্র আবরার হত্যাকান্ডে র আমরা নিন্দা জানিয়েছি। দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়-আমরা সেটা চাই। জি এম কাদের বলেন, দেশে এখন দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান চলছে। প্রধানমন্ত্রীর এ সাহসী পদক্ষেপকে অভিনন্দন জানাই। তিনি নিজ দলের মানুষকেও ছাড় দেননি। আশা করি এ অভিযান অব্যাহত থাকবে। সভায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী , এটিইউ তাজ রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর