রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় কলেজে অবস্থানরত ছাত্রছাত্রীদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরেই গতকাল মারামারির এ ঘটনা ঘটে বলে জানায় চকবাজার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দলীয় কোন্দল ও চট্টগ্রাম কলেজে ১০ তলা ভবনের চলমান কাজের ঠিকাদারি নিয়ে বিরোধ দেখা দেয়। সেই সূত্রেই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রিয়াজ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরীক্ষা চলাকালীন চট্টগ্রাম কলেজে মিছিল না করার বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সঙ্গে থানা পুলিশের বৈঠক চলছিল। দুপুর ১২টার পরই বৈঠক চলাকালীন দুই গ্রুপের কথা কাটাকাটির মধ্যেই মারামারি শুরু হয়। পরে ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ ফোর্সের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ খবর