সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাবেক কাস্টমস কমিশনার শফিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

সম্পদবিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিলেটের সাবেক কাস্টমস কমিশনার মো. শফিকুল ইসলাম ও তার স্ত্রী মাহবুবা ইসলামের বিরুদ্ধে দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণীতে ৯৬ লাখ ৩৭ হাজার ৯৯৯ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৭৬ লাখ ৬ হাজার ৫৪৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হবে।

গতকাল কমিশনের সভায় মামলা দুটির অনুমোদন দেওয়া হয় বলে জানায় দুদকের জনসংযোগ শাখা। দুদক জানায়, দাখিল করা সম্পদবিবরণীতে তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন শফিকুল ও মাহবুবা। এর মধ্য দিয়ে তারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায়ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সর্বশেষ খবর