রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
মিরপুরে নিষিদ্ধ চ্যানেল

ক্যাবল অপারেটরকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত নিষিদ্ধ চ্যানেল সম্প্রচার ও ক্যাবল সংযোগহীন টিভি দেখার সর্বাধুনিক প্রযুক্তি ডিরেক্ট টু হোমের (ডিটিএইচ) অবৈধ ব্যবহারের কারণে রাজধানীর মিরপুরের একটি ক্যাবল অপারেটরকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে প্রতিষ্ঠানের মালিক মাহমুদুল মামুন (৫২), এ এইচ এম আশরাফ (৫০) ও  কর্মচারী ফরিদুল ইসলামকে (৩০) দুই মাস করে কারাদন্ডের নির্দেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল মিরপুরের আহমেদনগর পাইকপাড়ার ‘মিরপুর ডিজিটাল’ এর অফিসে অভিযান চালায়। পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের ভ্রাম্যমাণ আদালত এ দন্ডাদেশ দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত পিস টিভি, পগো টিভি, হাঙ্গামা টিভি সম্প্রচার করে আসছিল। এর বাইরে আমদানি নিষিদ্ধ ভারতীয় টাটা স্কাইয়ের মাধ্যমে প্রায় দেড় লাখ গ্রাহককে টিভি সংযোগ দিয়ে আসছিল। আবার বিভিন্ন ভারতীয় চ্যানেলের ডাউন লিংক চার্জ ভিসা কার্ডের মাধ্যমে পরিশোধ করে অর্থ পাচার করে আসছিল।

সর্বশেষ খবর