মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিনিয়র সচিব হলেন হেলালুদ্দীন, সামাদ ও আনিছুর রহমান

নিজস্ব প্রতিবেদক

তিন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. আনিছুর রহমান। তবে তারা নিজ দফতরেই দায়িত্ব পালন করবেন। এ নিয়ে সরকারের সিনিয়র সচিবের সংখ্যা ১৩ জন। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব  আবদুল মান্নানকে  ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।

এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) বেগম উম্মুল হাসনাকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম আজাদকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে।

সর্বশেষ খবর