শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

সাবেক প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের প্রধান সংগঠক এবং দক্ষিণাঞ্চল সচিবালয়ের বেসামরিক প্রধান সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু আর নেই। ২৫ মে দিবাগত রাত ২টায় তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। নুরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ১১ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্র জানায়, ১৯৭০ সালে আওয়ামী লীগের মনোনয়নে বরিশাল সদর আসনে জাতীয় পরিষদের সদস্য ছিলেন মঞ্জু।

১৯৭৩ সালে একই আসন থেকে ফের সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে তৎকালীন সরকার যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত করে। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালে মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। বরিশাল নগরীর বগুড়া রোডে (কবি জীবনানন্দ সড়ক) রোড এবং পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় তার বাড়ি রয়েছে। তিনি ঢাকার গুলশানে সপরিবারে বসবাস করতেন। গুলশান সোসাই?টি মস?জি?দে ২৬ মে বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ খবর