করোনার প্রতিষেধক নিয়ে আরেকটি আশার বাণী শোনা গেছে। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পর এবার আমেরিকার গবেষণা সংস্থা মডের্না দাবি করল, তাদের তৈরি ‘করোনা ভ্যাকসিনের’ প্রথম পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। আগামী ২৭ জুলাই এই ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা হবে। এই পরীক্ষায় সফল হলেই সেটিকে অনুমোদনের জন্য পাঠানো হবে। গত ১৬ মার্চ বিশ্বের প্রথম সংস্থা হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ করে মডের্না। প্রথম পর্যায়ে ৪৫ জন স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনের ডাবল ডোজ দেওয়া হয়। মার্কিন সংস্থাটির দাবি, প্রথম পর্যায়ের সেই ট্রায়াল সফল হয়েছে। যাদের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাদের করোনা প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় বেড়েছে। তাছাড়া যাদের ওপর পরীক্ষা হয়েছিল, তাদের কারও শরীরেই তেমন গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। সামান্য মাথা যন্ত্রণা, বমিভাব, খিঁচুনি এবং ব্যথা ছাড়া আর কোনো সমস্যাই দেখা যায়নি।’ মডের্না জানিয়েছে, প্রথম পর্যায়ের পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়ার পর আগামী ২৭ জুলাই তারা ভ্যাকসিনটির চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু করবে। সাধারণ পরিবেশে মনুষ্য শরীরে এটি কতটা কার্যকর, তা খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, আমেরিকা সরকার এই সংস্থাটির ‘ভ্যাকসিন’ নিয়ে আশাবাদী। ইতিমধ্যে তারা মডের্নাকে মোটা অঙ্কের অর্থ দিয়ে সাহায্য করেছে। মডের্নার আগেই অবশ্য রাশিয়ার গবেষকরা করোনার ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের সাফল্য দাবি করেছেন। গত সপ্তাহেই মস্কোর সেচেনভ বিশ্ববিদ্যালয় দাবি করেছে, মানব শরীরে করোনার ভ্যাকসিনের প্রয়োগ সফল হয়েছে। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি করোনার এই ভ্যাকসিনটি তৈরি করেছে। গত ১৮ জুন সেচেনভ বিশ্ববিদ্যালয়ে সেটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়। তারাও এই ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর প্রস্তুতি নিচ্ছে।
শিরোনাম
- চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
- রাশিয়ান হ্যাকারদের কবলে ১০ টেরাবাইটেরও বেশি তথ্য
- দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেল-জরিমানা
- ফেরার আশা এখনই ছাড়ছেন না স্মিথ
- দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর কারাগারে
- নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
- ডিসেম্বরের সেরা ক্রিকেটার বুমরাহ
- নবজাতকের আইসিইউ বলতে কি বুঝি
- ঢাকার মুক্তাঙ্গনকে দখলমুক্ত করার আহ্বান এশিয়া মানবাধিকার সংস্থার
- ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে
- সমুদ্র থেকে ভেসে আসছে রহস্যময় বল, সিডনিতে বন্ধ ৯ সৈকত
- চট্টগ্রামে যৌন নিপীড়ন মামলায় দুইজনের যাবজ্জীবন
- ‘পুনঃনির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন ট্রাম্প’
- কুয়েতকে বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মীর মৃত্যু
- লালপোল ইউটার্ন যেন মরণফাঁদ, কবে হবে আন্ডারপাস
- ফেরাউনের মতো অত্যাচারী শেখ হাসিনার পতন হয়েছে : চরমোনাই পীর
- গ্যাসে রান্নায় দুর্ঘটনা রোধে সেফটি স্ট্যান্ডার্ড প্রণয়ন করবে বিএসটিআই : মহাপরিচালক