সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণসহ সাত দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। সরকার মাদ্রাসা শিক্ষার প্রতি বিমাতাসূলভ আচরণ করছে। রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করলেও বারবার ওয়াদা দেওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করছে না। রেজিস্ট্রেশনপ্রাপ্ত মাদ্রাসার বহু শিক্ষক ৩০-৩৫ বছর যাবত বেতন-ভাতা থেকে বঞ্চিত। বেতন-ভাতা ছাড়াই অনেকের চাকরিজীবন শেষ হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত অমানবিক। ৮ দিন ধরে প্রেস ক্লাবের সমানে রাস্তায় খোলা আকাশের নিচে অবস্থানরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি সরকার কোনো কর্ণপাত করছে না।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণসহ ৭ দফা দাবি মেনে নেওয়ার এবং ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা যাতে ঘরে ফিরে গিয়ে শিক্ষা কার্যক্রমে আত্মনিয়োগ করতে পারে তার ব্যবস্থা করার জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর