শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের ১২০তম জন্মবার্ষিকী আজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের ১২০তম জন্মবার্ষিকী আজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের ১২০তম জন্মবার্ষিকী আজ। মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার তারুটিয়া গ্রামে পীর বংশে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা আবু ইসহাক একজন সমাজকর্মী ও বিশিষ্ট পীর এবং মা আজিজুন্নেছা ছিলেন সুগৃহিণী। মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ছিলেন আজীবন সংগ্রামী মানুষ। ১৯২২ সালের ২৭ জানুয়ারি তার নেতৃত্বে বিলেতি পণ্য বর্জন আন্দোলনে সলঙ্গা হাটে ব্রিটিশ পুলিশের গুলিতে প্রায় সাড়ে ৪ হাজার লোক হতাহত হয়। মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ১৯৮৬ সালের ২০ আগস্ট তৎকালীন ঢাকা পিজি হাসপাতালে রাতের শেষ প্রহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহান এই জাতীয় নেতার জন্মবার্ষিকী পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।

সর্বশেষ খবর