রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পাটজাত পণ্য নিয়ে নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

পাটজাত পণ্য নিয়ে একটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পরিবেশ বান্ধব পাটজাত পণ্য উৎপাদনের মাধ্যমে কর্মসংস্থানের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক এ উদ্যোগের উদ্বোধন করা হয়। ‘স্পেস’ এনজিওর তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘আরইটি’ ইন্টারন্যাশনালের অর্থায়নে এটি পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়াধীন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক রাশেদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে পাটজাত পণ্যের গুণগত মান ও প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করে বিশ্বে এর ক্রমবর্ধমান চাহিদা পূরণে  রপ্তানির বাজার বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

সর্বশেষ খবর