সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন করবে আরইবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী উদ্যোগ ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ পৌঁছে দেওয়ার অঙ্গীকারকে সামনে রেখে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৪৬২টি উপজেলার গ্রিডভুক্ত এলাকায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে আরইবির গ্রাহক সংখ্যা ৩ কোটি ৫ লাখ। আরইবি প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ৩০ বছরে মাত্র ৭৪ লাখ গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছিল। অপরদিকে, বর্তমান সরকারের আমলে ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২ কোটি ৩১ লাখ গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। বর্তমানে ৯৯ ভাগ জনগণ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

আরইবির ‘সেবা বর্ষ’ হিসেবে ঘোষিত মুজিববর্ষেই শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হবে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর