রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দ্বীনদার মানুষ নেতৃত্ব দিলে বিরাজমান সমস্যার সমাধান হবে

-------------- খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, হক্কানি আলেম তথা দ্বীনদার ব্যক্তি যদি সমাজের নেতৃত্ব দেন তবে দেশে বিরাজমান সমস্যার সমাধান হবে। সীমাহীন দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম থেকে মানুষ মুক্তি পাবে। গতকাল রাজধানীর কাজলা বিশ্বরোডে জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম মাদরাসার ছাত্র কাফেলার বার্ষিক সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদরাসার মুহতামিম মুফতি ওযায়ের আমীনের সভাপতিত্বে ও নাজেমে তালিমাত মুফতি হাফিজ আহমদ আমিনীর পরিচালনায় বক্তব্য রাখেন মুফতি গোলাম রহমান, বীর মুক্তিযোদ্ধা খাজা আহমদ, মুফতি আমিনুল ইসলাম তৈয়্যবি, মাওলানা রুহুল আমিন সাদী, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ। শিক্ষার্থীদের উদ্দেশে আহমদ আবদুল কাদের বলেন, মাদরাসায় অধ্যয়নরত ছাত্রদের যোগ্যতাসম্পন্ন আলেম হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে পূর্ণাঙ্গভাবে দ্বীন কায়েমের জন্য সবাইকে সমাজের নেতৃত্ব দেওয়ার গুণও অর্জন করতে হবে। সবাইকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে।

সর্বশেষ খবর