বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডেটা সেন্টার স্থানান্তরে পাঁচ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকটির ডেটা সেন্টার রাজধানীর মতিঝিল থেকে ধানমন্ডিতে স্থানান্তর করা হবে। এ জন্য ব্যাংকটির শাখা, এটিএম বুথ ও অনলাইনভিত্তিক সব সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, গ্রাহকদের উন্নত সেবা দিতে এবং ব্যাংকিং লেনদেন আরও সুরক্ষিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ডেটা সেন্টার স্থানান্তরের ফলে মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা সর্বাধুনিক ও সুরক্ষিত ব্যাংকিং সেবা পাবেন। তৃতীয় প্রজন্মের এই ব্যাংকের দেশব্যাপী ১৫০টি শাখা রয়েছে, এর মধ্যে ২৫টিতে সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে ব্যাংকটি। এ ছাড়াও  দেশব্যাপী মার্কেন্টাইল ব্যাংকের ১৮৫টি এটিএম বুথ, ২০টি সিডিএম এবং ১০২টি এজেন্ট আউটলেট রয়েছে। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর