শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র : পীয়ুষ গোয়েল

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় রেল, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ুষ গোয়েল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে ভারত-বাংলাদেশ এক সোনালি অধ্যায় অতিক্রম করছে। বাংলাদেশ কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্রই নয়, পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। বুধবার সন্ধ্যায় দূতাবাস কার্যালয়ে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতার ৫০ বছর পার করছে তখন দেশটি অনন্য উচ্চতায়। এ বিস্ময়কর সাফল্যের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান বলেন, নয় মাস দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ গত পাঁচ দশকে ধ্বংসস্তূপ থেকে আজ উন্নয়নের মাইলফলকে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারনেই তা সম্ভব হয়েছে। বিশিষ্ট কূটনীতিক, সেনা কর্মকর্তা, বীর যোদ্ধা, সাংবাদিকসহ গুণীজন এ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ খবর