সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

দাওরায়ে হাদিস পরীক্ষায় পাসের হার ৭৩.২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২১ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষার্থী সংখ্যা ছাত্র ১৮ হাজার ৫৪৬ ও ছাত্রী ১১ হাজার ৪৪২ মোট ২৯ হাজার ৯৮৮ জন। সারা দেশে ৮৮টি ছাত্র ও ১৩৪টি ছাত্রী মারকাযে (কেন্দ্রে) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ২০ হাজার ৪ জন, অনুত্তীর্ণ ৭ হাজার ২৬৮ জন, স্থগিত ২৬ এবং অনুপস্থিত ২ হাজার ৬৮২ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩ হাজার ২১৯ এবং ছাত্রী ৬ হাজার ৭৮৫ জন। পাসের হার ছাত্র ৭৯.৪২ শতাংশ, ছাত্রী ৬৩.৬৩ শতাংশ। গড় পাসের হার ৭৩.২৫ শতাংশ। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ১ হাজার ৪৭ জন এবং ছাত্রী ৭৪ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩ হাজার ৯০০, ছাত্রী ১ হাজার ১০৪ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫ হাজার ৭৫৬ জন, ছাত্রী ৩ হাজার ২৯১ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২ হাজার ৫১৬ ও ছাত্রী ২ হাজার ৩১৬ জন।

পরীক্ষা বাতিল (যবৎ) ৮ জনের। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর