বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

গ্রামাঞ্চলেও করোনা টিকার সুবিধা নিশ্চিত করুন : শওকত মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবিলায় গ্রামাঞ্চলেও টিকার সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। তিনি বলেন, দেশব্যাপী করোনা মহামারী আজ দুঃসহ আকার ধারণ করেছে। শহর থেকে এই ভাইরাস গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে। চারদিকে শুধু মৃত্যু আর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই সংকট উত্তরণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে মানুষের চিকিৎসাসহ গ্রামাঞ্চলেও টিকা প্রদান নিশ্চিত করতে হবে। যে কোনো মূল্যে সর্বাত্মক উদ্যোগ নিয়ে এই মহামারী নিয়ন্ত্রণে আনতেই হবে। অন্যথায় মানুষ বাঁচানো যাবে না।  

গতকাল বিকালে ‘করোনা মহামারী মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি’ সংক্রান্ত এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির (বিসিআরএস) এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. জাকির হোসেন। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় বিসিআরএসের পরিচালক প্রদীপ কুমার পাল, ফারজানা ইসলাম, এনজিও ব্যক্তিত্ব মাসুদা হোসেন, লেখিকা আমিনা ইসলাম, বিসিআরএস কর্মকর্তা সিফাত আহমেদ সাবাব প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর