৫০০ বিঘা জমিতে এককভাবে আম উৎপাদন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর সাখাওয়াত হাবিব নামে এক তরুণ। তার জমিতে বিষমুক্ত, সুস্বাদু ও সুমিষ্ট আম্রপালি ও বারি-৪ জাতের আম রয়েছে। এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার আম বিক্রি করেছেন, আরও ২ কোটি টাকার আম বিক্রির আশা তার। কৃষি বিভাগ বলছে, সাখাওয়াত হাবিব জেলার মডেল ও সফল একজন আমচাষি। তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে। আর অনেক আমচাষি তার আম বিপ্লব দেখে অনুপ্রাণিত হয়ে আমবাগান করেছেন। বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলা। এ অঞ্চলের অনেক মানুষই লাভজনক ফসল আমচাষের দিকে বেশি ঝুঁকছেন। আর এ জেলার সবচেয়ে সুমিষ্ট আম হচ্ছে আম্রপালি। শুধু আম্রপালিই নয়; এর পাশাপশি বারি-৪, ফজলি, ল্যাংড়া ও আশ্বিনাসহ প্রায় সব জাতের আম উৎপাদিত হয়। আমচাষি সাখাওয়াত জানান, ২০০৯ সালে প্রথমে মাত্র চার বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন আমবাগান। এরপর ২০ বিঘা, তারপর ৪০ বিঘা, এরপর ১০০ বিঘা, গত বছর ৩০০ বিঘা আর চলতি বছর ৫০০ বিঘা জমিতে আম্রপালি ও বারি-৪ জাতের আমবাগান করেছেন। সাপাহার ও পত্নীতলা উপজেলায় রয়েছে তার এসব আমবাগান। তার বাগানে কর্মরত শ্রমিক শামীম জানান, এখানকার উৎপাদিত আমগুলো বিষমুক্ত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম কিনে নিয়ে যাচ্ছেন। তার আমবাগানে কর্মসংস্থান হয়েছে শতাধিক বেকার মানুষের। অনেকেই তার আম বিপ্লব দেখে অনুপ্রাণিত হয়ে আমবাগান করেছেন। সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এককভাবে নওগাঁ জেলার মধ্যে সফল কৃষক হিসেবে বেশ সুনাম পেয়েছেন সাখাওয়াত। তিনি তার নিজস্ব ও লিজ নেওয়া ৫০০ বিঘা জমিতে আম্রপালি ও বারি-৪ সহ বিভিন্ন জাতের আমবাগান করেছেন। কৃষি বিভাগ থেকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করা হয়েছে। তার মতো এ রকম সফল উদ্যক্তাসহ সব কৃষককে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
নওগাঁয় আম চাষে অনন্য দৃষ্টান্ত
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর