৫০০ বিঘা জমিতে এককভাবে আম উৎপাদন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর সাখাওয়াত হাবিব নামে এক তরুণ। তার জমিতে বিষমুক্ত, সুস্বাদু ও সুমিষ্ট আম্রপালি ও বারি-৪ জাতের আম রয়েছে। এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার আম বিক্রি করেছেন, আরও ২ কোটি টাকার আম বিক্রির আশা তার। কৃষি বিভাগ বলছে, সাখাওয়াত হাবিব জেলার মডেল ও সফল একজন আমচাষি। তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হয়েছে। আর অনেক আমচাষি তার আম বিপ্লব দেখে অনুপ্রাণিত হয়ে আমবাগান করেছেন। বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলা। এ অঞ্চলের অনেক মানুষই লাভজনক ফসল আমচাষের দিকে বেশি ঝুঁকছেন। আর এ জেলার সবচেয়ে সুমিষ্ট আম হচ্ছে আম্রপালি। শুধু আম্রপালিই নয়; এর পাশাপশি বারি-৪, ফজলি, ল্যাংড়া ও আশ্বিনাসহ প্রায় সব জাতের আম উৎপাদিত হয়। আমচাষি সাখাওয়াত জানান, ২০০৯ সালে প্রথমে মাত্র চার বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন আমবাগান। এরপর ২০ বিঘা, তারপর ৪০ বিঘা, এরপর ১০০ বিঘা, গত বছর ৩০০ বিঘা আর চলতি বছর ৫০০ বিঘা জমিতে আম্রপালি ও বারি-৪ জাতের আমবাগান করেছেন। সাপাহার ও পত্নীতলা উপজেলায় রয়েছে তার এসব আমবাগান। তার বাগানে কর্মরত শ্রমিক শামীম জানান, এখানকার উৎপাদিত আমগুলো বিষমুক্ত। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে আম কিনে নিয়ে যাচ্ছেন। তার আমবাগানে কর্মসংস্থান হয়েছে শতাধিক বেকার মানুষের। অনেকেই তার আম বিপ্লব দেখে অনুপ্রাণিত হয়ে আমবাগান করেছেন। সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এককভাবে নওগাঁ জেলার মধ্যে সফল কৃষক হিসেবে বেশ সুনাম পেয়েছেন সাখাওয়াত। তিনি তার নিজস্ব ও লিজ নেওয়া ৫০০ বিঘা জমিতে আম্রপালি ও বারি-৪ সহ বিভিন্ন জাতের আমবাগান করেছেন। কৃষি বিভাগ থেকে সার্বিকভাবে তাকে সহযোগিতা করা হয়েছে। তার মতো এ রকম সফল উদ্যক্তাসহ সব কৃষককে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শিরোনাম
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
নওগাঁয় আম চাষে অনন্য দৃষ্টান্ত
বাবুল আখতার রানা, নওগাঁ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর