শিরোনাম
রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা
টিকাদান কার্যক্রম

ঢাকায় ৯টি এবং ইউনিয়নে ৩২১৪ কেন্দ্রে সহায়তা দেবেন ব্র্যাক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

করোনা টিকাদান কার্যক্রমে ঢাকায় ৯টি এবং সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ৩ হাজার ২১৪টি টিকাদান কেন্দ্রে সহায়তা দিচ্ছেন ব্র্যাক কর্মীরা। ব্র্যাক এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের করোনা টিকাদান ত্বরান্বিত করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে সহায়তার অংশ হিসেবে গতকাল থেকে এই কর্মসূচিতে যোগ দিয়েছে সংস্থাটি।

২৫ বছর ও তার বেশি বয়সী জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তিদের প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই  কেন্দ্রগুলো থেকে টিকা দেওয়া হচ্ছে। আগ্রহী ব্যক্তিকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা সুরক্ষা অ্যাপে নিবন্ধিত মোবাইল নাম্বারটি সঙ্গে করে নিয়ে আসতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর